Last Updated on 1 year by Shaikh Mainul Islam
শুরু হচ্ছে নতুন বছর ২০২৪। সব পাওয়া না পাওয়াকে একপাশে রেখে হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস এবং সব প্রিয় মানুষদের নতুন বছরের শুভেচ্ছা মেসেজ দেওয়া হয়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “নতুন বছরের শুভেচ্ছা মেসেজ । হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস” এ।
আজকের পোষ্টে আমরা বড়দের, ছোটদের, বন্ধু -বান্ধবীদের এবং ভালোবাসার মানুষকে দেওয়ার মতো নতুন বছরের শুভেচ্ছা মেসেজ এবং হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস দেওয়ার মতো চমৎকার কিছু লেখা দেখবো।
আপনি চাইলেই এখান থেকে যেকোনো একটি মেসেজ কপি করে আপনার ফেসবুক ফ্রেন্ড কিংবা পরিবার বা প্রিয়জনকে সেন্ড করতে পারেন। এই মেসেজগুলো সম্পূর্ণ উইনিক। তাই কারোর মেসেজের সাথে মিলবে না।
এছাড়াও আপনি এই মেসেজগুলো পোস্ট করত পারেন আপনার সোশ্যাল একাউন্টগুলোতে। চলুন তাহলে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা মেসেজ দেখে নেই।
বড়দের নতুন বছরের শুভেচ্ছা মেসেজ
এখানে কয়েকটি নতুন বছরের শুভেচ্ছা মেসেজ লেখা আছে। এর যেকোনো একটি মেসেজ কপি করে আপনি আপনার বড়দের দিয়ে নতুন বছরেরে শুভেচ্ছা দিতে পারেন।
এছাড়াও এর যেকোনো একটি মেসেজ কপি করে আপনি নতুন বছরের শুভেচ্ছা বার্তা হিসেবে শেয়ার করতে পারেন।
১) সামনের বগি যায় যেথায় পরের বগি পথ খুজে সেথায়। আপনি এমনই কেউ যে প্রথম বগি হয়ে আছেন ঠিক আমার সামনে।
আপনার দোয়া এবং সাপোর্ট আমার আরও সাফল্যের জন্য খুব খুব খুব দরকার। ভালো থাকবেন সবসময়। – আপনাকে নতুন বছরে অনেক অনেক সালা এবং শ্রদ্ধা।
আরও পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা । নতুন বছরের শুভেচ্ছা 2023
২) কিভাবে যেন সময়গুলো খুব তারাতারি চলে যায়। হয়তো আরও ভালো সময়ের খোঁজে ছুটে যায়।
যাকনা এভাবে যদি যায়, আপনাদের স্নেহ তবু আমার চাই ই চাই। নতুন বছরে সালাম এবং শ্রদ্ধা নিবেন।
৩) কিভাবে যেন পেয়েছি এমন এমন ব্যক্তি, যাদের দিকনির্দেশনা আমার খুব দরকার। দরকার তাদের মূল্যবান পরামর্শ।
এভাবেই বছরের পর বছর আমাকে সাপোর্ট দিবেন। আপনার সুসাস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি।
৪) কিভাবে এসেছি এখানে জানিনা আমি। জানতে চাই যাদের জন্য আজ এখানে এসেছে আমি তাদের জানতে চাই। ভালো থাকবেন সবসময় শ্রদ্ধা ভাজন অবিভাবক।
৫) যদি কিন্তু তবুও আপনাদের সান্নিধ্য চাই সর্বদা। আপনাদের পরামর্শ চাই প্রতি পদক্ষেপে। বেঁচে থাকেন অনেক দিন। শুভকামনা রইলো আপনার জীবনের প্রতিটি পদক্ষেপের জন্য।
উপরের যেকোনো একটি শুভেচ্ছা বার্তা আপনি আপনার বড় কাউকে দিতে পারেন।
এছাড়াও আপনি চাইলে এগুলি আপনার ফেসবুক কিংবা টুইটার এর প্রোফাইলে সকলের উদ্দেশ্যে শেয়ার করতে পারবেন।
এবার আমরা বন্ধুদের এবং ছোটদের নতুন বছরের শুভেচ্ছা মেসেজ দেওয়ার জন্য কিছু ইউনিক সুন্দর মেজেদ দেখবো।
এগুলো ও কপি করে শেয়ার করতে পারেন যেকোনো জায়গায়।
ছোটদের/ বন্ধুদেরকে নতুন বছরের শুভেচ্ছা মেসেজ
১) তোদের জন্যই হয়ত জীবনটাকে এত সুন্দর মনে হয়। মনে হয় এক রাজার রাজ্যে বসবাস করছি। যেখানে তরা সব একেকটা গোলাপ।
অনেক অনেক বড় হ সবাই। ভালো থাক জীবনের সাথে জড়িত সবাইকে নিয়ে।
নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা নিস।
২) পাওয়া না পাওয়া তো মানুষের জীবনেই থাকে। তাই বলে কি জীবন থেমে যায়? বোকা। আয় কি হইছে দেখি সব ঠিক করে দিবো। আমরা আমরা -ই তো। আমরাই শক্তি আমরাই বল।
এই জন্য হলেও আজকে তর মন ভালো কোর। পুরনো ভুলে নতুন দিঙ্কে আরও সুন্দরক অরার প্লান করবো। – নতুন বছরের জন্য নয় বন্ধুর কাছ থেকে স্বার্থহীন ভালোবাসা নে।
৩) কিভাবে তোদের বর্ণনা দেই। কিভাবে দেই তোদের ব্যাখ্যা আমার এই ছোট্ট জীবনে? তব যে তরাই সেরা আমার জীবনে। ভালোবাসা নিস বন্ধুরা। ভালোবাসা নিস ভিতর থেকে।
৪) আমি -ই একমাত্র জানি যে তোরা আমার জীবনে কি। হয়ত তোরা তা নিজেরাও জানিস না যে তোরা কি। এভাবেই একসাথে পাশাপাশি থেকে যাস বাকি সময়গুলো। দেখবি জীবন সুন্দর। ভালোবাসা নিসে নতুন বছরের এই দিনে। ভুলে যাস পিছনের সব ব্যর্থতাকে। (বন্ধু)
আরও পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু কথা । নতুন বছরের শুভেচ্ছা মেসেজ
৫) কিভাবে তোদের সাথে পরিচয় হয়েছিল তা মনে নাই। কেমনে মনে থাকবে? তোদের জীবনই আর তোদের কাহিনীতে আমার মনের মেমোরি পূর্ণ। যেতুকু ছিলও নিলি তোরা ভাগ করে। তোরাই সব, তোদের জন্যই আমার এ জীবন।
ভালো থাকিস, ভালো রাখিস পরিবারকে। নতুন বছরের নতুন প্রতিজ্ঞা ভুলে যাস না। -(বন্ধু)
এভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আপনার প্রিয় কিংবা শ্রদ্ধেয় ব্যক্তিদের নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিতে পারেন। আবার এই একই মেসেজ নতুন বছরের শুভেচ্ছা বাণী হিসেবেও দিতে পারেন।
এবার আমরা নতুন বছরের শুভেচ্ছা নিয়ে কিছু কথা জানবো। এই কথাগুলো নতুন বছরের মেসেজের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলুন নতুন বছরের শুভেচ্ছা নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক।
নতুন বছরের শুভেচ্ছা নিয়ে কিছু কথা
নতুন বছর উপলক্ষে আমাদের মধ্যে আনন্দ উৎসব করার বেশ প্রবণতা রয়েছে।
তবে, আমরা এটা ভুলে পারিনা যে, একটি বছর শেষ। যার অর্থ আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে।
এর আরও একটি অর্থ বহন করে।
সেটি হচ্ছে, দিন যত যাচ্ছে আমরা তত মৃত্যুর দিকে এগিয়ে আসছি।অবশ্য মৃত্যু একটি সুন্দরতম বিষয়।
তবুও মৃত্যুর আগে নিজ নিজ ধর্ম অনুযায়ী কিছু বিষয় অবশ্যই থেকে যায়। আর মানুষ হিসেবে এটি আমাদের মানতেই হবে।
নতুন বছর হিসেবে আমাদের কি করা উচিত
আমরা যারা প্রাপ্ত বয়স্ক তারা নিশ্চয়ই বুঝি যে সময়ের মূল্য কতটা। হ্যাঁ। বছর শেষ হওয়ার সাথে সরাসরি সময় সম্পৃক্ত।
তাই স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে হলে অবশ্যই নিজের ধর্মের অনুশাসন মেনে চলে হবে।
আরও পড়ুনঃ নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা
সেই অনুযায়ী নতুন বছর পালনের বিষয়ে নিজ নিজ ধর্মের দিক নির্দেশনা মানতে হবে।
তাই, আমাদের উচিত যেভাবে হোক নতুন বছর পালন কিংবা উদযাপন সম্পর্কে নিজের ধর্ম এবং সংস্কৃতি কি বলে শালিনতার সাথে সেটা মান্য করা।
পৃথিবীর শ্রেষ্ঠ মহা গ্রন্থ আল কোরআনে নতুন বছর উদযাপন কিংবা নতুন বছর পালন সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
সে সম্পর্কে আমাদের স্পষ্ট জানতে হবে।
হ্যাপি নিউ ইয়ার মেসেজ সম্পর্কে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা নতুন বছরের শুভেচ্ছা মেসেজ দেখেছি। জেনেছি হ্যাপি নিউ ইয়ার মেসেজ লেখা কিছু শুভ নববর্ষ ক্যাপশন সম্পর্কে।
আরও পড়ুনঃ হারিয়ে ফেলছেন না-তো আপনার ভালোবাসাকে
আশা করছি আজকের পোস্ট থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দেওয়ার জন্য মেসেজ কিংবা বার্তা খুজে পেয়েছেন।
এছাড়াও জানতে পেরেছেন হ্যাপি নিউ ইয়ার মেসেজ নিয়ে বিস্তারিত কিছু কথা।
জেনেছি প্রকৃত অর্থে শুভ নববর্ষ নিয়ে স্ট্যাটাস দেওয়ার জন্য নির্দিষ্ট মেসেজ পেয়েছেন।
সকল ব্লগ পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
আমাদের সকল আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
4 thoughts on “নতুন বছরের শুভেচ্ছা মেসেজ । হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস”